menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Premer Batti Jole

Abdul Hadihuatong
লিরিক্স
রেকর্ডিং
মনে প্রেমের বাত্তি জ্বলে,

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে,

হইলো না সে আমার

মনে প্রেমের বাত্তি জ্বলে,

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে,

হইলো না সে আমার

অাপলোড নবকান্ত রায়

প্রেমে সৃষ্টি জগত সংসার,

সৃষ্টি আদম হাওয়া

সেই প্রেমেরই দেখা পাইলে

হইতো সবই পাওয়া

প্রেমে সৃষ্টি জগত সংসার,

সৃষ্টি আদম হাওয়া

সেই প্রেমেরই দেখা পাইলে

হইতো সবই পাওয়া রে

হইতো সবই পাওয়া

মনে প্রেমের বাত্তি জ্বলে,

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে,

হইলো না সে আমার

অাপলোড নবকান্ত রায়

প্রেমে স্বর্গ, প্রেমে নরক,

প্রেমে বাঁচা মরা

প্রেম কইরো না দেহের সনে,

আত্মার সনে ছাড়া

প্রেমে স্বর্গ, প্রেমে নরক,

প্রেমে বাঁচা মরা

প্রেম কইরো না দেহের সনে,

আত্মার সনে ছাড়া রে

আত্মার সনে ছাড়া

মনে প্রেমের বাত্তি জ্বলে,

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে,

হইলো না সে আমার

এই জীবনে চাইলাম যারে,

হইলো না সে আমার

......জয় শ্রীকৃষ্ণ........

Abdul Hadi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে