menu-iconlogo
huatong
huatong
avatar

সালাম সালাম হাজার সালাম

Abdul Jabbarhuatong
লিরিক্স
রেকর্ডিং
সালাম সালাম হাজার সালাম

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাঁদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম ।।

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান

তাঁদের বিজয় মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাঁদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম ।।

ভাইয়ের বুকের রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাঁদের নব বারতা

শহীদ ভাইয়ের স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাঁদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম ।।

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় দিল রক্ত ঢালি

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি

সকল শহীদ স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাঁদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাঁদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম ।।

Abdul Jabbar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে