menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং

ওরে নীল দরিয়া

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধর ফড়াইয়া রে

কাছের মানুষ দূরে থুইয়া

মরি আমি ধর ফড়াইয়া রে

দারুণ জ্বালা দিবানিশি

দারুণ জ্বালা দিবানিশি

অন্তরে অন্তরে

আমার এতো সাধের মন বধুয়া হায়রে

কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া

আমায় দে রে দে ভিড়ায়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া....

হইয়া আমি দেশান্তরী

দেশ বি্দেশে ভিড়ায় তরী রে...

হইয়া আমি দেশান্তরী

দেশ বি্দেশে ভিড়ায় তরী রে...

নঙ্গর ফেলি ঘাটে ঘাটে

নঙ্গর ফেলি ঘাটে ঘাটে

বন্দরে বন্দরে...

আমার মনের নঙ্গর পইড়া রইছে হায়রে

সারেং বাড়ির ঘরে

এই না পথ ধইরা

আমি কত গেছি চইলা

একলা ঘরে মন বধুয়া আমার

রইছে পন্থ চাইয়া...

ওরে নীল দরিয়া

আমায় দে রে দে ছাড়িয়া

বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে

কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া...।

আপনার পছন্দ হতে পারে