menu-iconlogo
huatong
huatong
adit-ghum-hoye-cover-image

Ghum Hoye

Adithuatong
লিরিক্স
রেকর্ডিং
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে

খুব মন খারাপের কালো কোন রাতে

ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে

খুব মন খারাপের কালো কোন রাতে

আমার স্বপ্ন জুড়ে ভাসতো

ঠিকই হাজার তাঁরার সারি

বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি

ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে

খুব মন খারাপের কালো কোন রাতে

কেন ঘুম হতে আর যাব

কেন তুমি এমন ভাবো

ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব

কেন ঘুম হতে আর যাব

ধরো হঠাৎ যদি এসে পড়ি

তোমার ঘরে আমি

বলি চলো শুধু দু'জনে মিলে

চাঁদের নীলে পথে নামি

তুমি যাবে, যাবে আমার সাথে

Adit থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে