menu-iconlogo
logo

Aye Brishti Jhepe | Badal♫RBF | ufeffAditi Chakraborty

logo
লিরিক্স
আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি।

Interlude

ঐ আন্ধারে মেঘ ডাকিল

মনময়ূরী নাচিল

ঐ আন্ধারে মেঘ ডাকিল

মনময়ূরী নাচিল

আয়রে কালা বিষ্টি ভিজি চল

ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি।

Interlude

কচু পাতা দিয়া রে

মাথা ঢাকা নিয়া রে

ক‍্যামনে একা যাবো যমুনায়

ঐ পিছল পিছল পথেতে

হাতখানি তোর হাতেতে

চল যাই চল কদমতলে চল

ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি।

Interlude

ইমন বাদলদিনে রে

কালা কুথা গেলি রে

পীরিত আগুন গেল বাড়িয়া

ঐ অঙ্গ ভেজে জলেরে

আগুন জ্বলে মরমে

তুকে পাবার কতই করি ছল

ও চলরে, ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

ও কালারে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেবো মেপে

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি।

Badal

Aditi Chakraborty-এর Aye Brishti Jhepe | Badal♫RBF | ufeffAditi Chakraborty - লিরিক্স এবং কভার