মনে চায় প্রণে চায়,
মনে চায় প্রাণে চায়
দিলে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে,
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে,
মনে চায় প্রণে চায়,
মনে চায় প্রাণে চায়
দিল চায়, মন চায়,
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর গোলাপ সোয়া চন্দন আনো যতন করে,
আতর গোলাপ সোয়া চন্দন আনো যতন করে,
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসিবে আসিবে বলে ভরসা অন্তরে,
আসিবে আসিবে বলে ভরসা অন্তরে,
করিম কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় প্রণে চায়,
মনে চায় প্রাণে চায়
দিল চায়, মন চায়,
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
Thanks