menu-iconlogo
huatong
huatong
avatar

কালো গোলাপ লাল ভেবে

Adnan Kabirhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি ডায়রির পাতায় আঁকি নারে

তুই বেইমানের ছবি

মিথ্যে ছিল প্রেম তোর মিথ্যে ছিল সবই

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেথে

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

ওরে সেই গোলাপের কাঁটা এখন

বিঁধছে আমার বুকে।

কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা

ডায়রি এখন রক্তে ভেজা আমি নীরবতা

কল্পনাতে দেখি ছবি ডায়রির ভাঁজে ভাঁজে

ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে

ওরে কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা

ডায়রি এখন রক্তে ভেজা আমি নীরবতা

কল্পনাতে দেখি ছবি ডায়রির ভাঁজে ভাঁজে

ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেথে

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

ওরে সেই গোলাপের কাঁটা এখন

বিঁধছে আমার বুকে।

একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে

প্রাণ পাখি থাকবে না সেদিন দেহ খাঁচা ধরে

পাড়ি দেবো শূন্যে আমি থাকনা তুই তোর মতো

সময় পেলে ডায়রি খুলে দেখিস গল্প শত

ওরে একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে

প্রাণ পাখি থাকবে না সেদিন দেহ খাঁচা ধরে

পাড়ি দেবো শূন্যে আমি থাকনা তুই তোর মতো

সময় পেলে ডায়রি খুলে দেখিস গল্প শত

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেথে

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

ওরে সেই গোলাপের কাঁটা এখন

বিঁধছে আমার বুকে

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

ওরে সেই গোলাপের কাঁটা এখন

বিঁধছে আমার বুকে।

Adnan Kabir থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে