menu-iconlogo
logo

Ami Jamalpurer Pola

logo
avatar
Agun/Momtazlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
অ্যাপে গান গাও
লিরিক্স
ছেলেঃ আমি জামালপুরের পোলা

দেড়শ টাকা তোলা

দেখলে তোরে এই অন্তরে

লাগে প্রেমের দোলা ও দোলা রে..

মেয়েঃ আমি জামালপুরের মাইয়া

দেশী পোলা পাইয়া

দিলের মধ্যে প্রেমের সুরুজ

উঠে ঝলমল লইয়া.

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ বুড়ির দোকান গিয়া তোরে মিষ্টি দিমু খাইতে

সুরুভিতে দেখমু দুজন বাংলা ছবি রাইতে

===============

হে বুড়ির দোকান গিয়া তোরে মিষ্টি দিমু খাইতে

সুরুভিতে দেখমু দুজন বাংলা ছবি রাইতে

মেয়েঃ ঠোঁট রাঙাইয়া আসমু আমি নান্দি নারে পানে

ভালোবাসার কথা কমু তোরই কানে কানে

ছেলেঃ তোর লাগি দিবানিশি

মনের দুয়ার খোলা ও খোলা রে

মেয়েঃ আমি জামালপুরের মাইয়া

দেশী পোলা পাইয়া

দিলের মধ্যে প্রেমের সুরুজ

উঠে ঝলমল লইয়া আহা

ছেলেঃ আমি জামালপুরের পোলা

দেড়শ টাকা তোলা

দেখলে তোরে এই অন্তরে

লাগে প্রেমের দোলা ও দোলা রে..

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ বকুলতলায় তোরি গলায় দিমু ফুলের মালা

গ্যাপে গ্যাপে মিটামু রে আমার প্রেমের জ্বালা

===============

বকুলতলায় তোরি গলায় দিমু ফুলের মালা

গ্যাপে গ্যাপে মিটামু রে আমার প্রেমের জ্বালা

ছেলেঃ মাজারেতে দুইজনাতে বাঁনমু প্রেমের সুতা

তোর সঙ্গে করতে দেখা খুঁজমু নানান ছুতা

মেয়েঃ তুই যে আমার কুটু কুটু মস্ত প্রেমিক ছাইয়া

ছেলেঃ আমি জামালপুরের পোলা

দেড়শ টাকা তোলা

দেখলে তোরে এই অন্তরে

লাগে প্রেমের দোলা ও দোলা রে..

মেয়েঃ আমি জামালপুরের মাইয়া

দেশী পোলা পাইয়া

দিলের মধ্যে প্রেমের সুরুজ

উঠে ঝলমল লইয়া.

=====ধন্যবাদ====

Agun/Momtaz-এর Ami Jamalpurer Pola - লিরিক্স এবং কভার