welcome
uploded by AH-MILON+ABCS
(শিরিন)
মনের ও বাগানে
ফুটিল ফুল রে
রসিক ভ্রমর আইল না
ফুলের মধু খাইল না
মনের ও বাগানে
ফুটিল ফুল রে
রসিক ভ্রমর আইল না
বাগানের মধু খাইল না।
present by AH-MILON=ABCS
পিরিতের ও এত ঝালা
বন্ধুওয়া না জানে রে
পিরিতের ও এত ঝালা
বন্ধুওয়া না জানে রে
বনের ও পাখি যদি হইতাম
উরিয়া যাইতাম কাছে রে
প্রেমিক ছাড়া মনের ও কথা রে
প্রেমিক ছাড়া মনের ও কথা রে
সকলে ত বুজে না
ফুলের মধু খাইল না
মনের ও বাগানে ফুটিল ফুল রে
রসিক ভ্রমর আইল না
ফুলের মধু খাইল না
---------AH-MILON---------
মাঝি তাকিলে
কুলেতে বসাইয়া
বাটায় নৌকা চলে না
মাঝি তাকিলে
কুলেতে বসাইয়া
বাটায় নৌকা চলে না
প্রেমের ও সাগরে
মাঝি না তাকিলে
একলা জীবন কাটেনা
নারীর যৌবন জুয়ারের পানিরে
নারীর যৌবন জুয়ারের পানিরে
আজ আছে কাল তাকে না
চিরজীবন তাকে না
মনের ও বাগানে ফুটিল ফুল রে
রসিক ভ্রমর আইল না
ফুলের মধু খাইল না
মনের ও বাগানে ফুটিল ফুল রে
রসিক ভ্রমর আইল না
বাগানের মধু খাইল না।
-----------ধন্যবাদ-----------