welcmoe to ABCS
START-321
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
এবার আসুক,
-------ABCS---
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
এবার আসুক তারে
আমি মজা দেখাবো
যদি ফুলগুলো হায়
অভিমানে ঝরে যায়
আমি মালা গেথে
বলো কারে পড়াবো।।
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
না ভাল লাগে না.
uploded by AH-MILON
প্রজাপতি উড়ে গিয়ে বল না
আমি নই তার হাতের খেলনা
বল না
প্রজাপতি উড়ে গিয়ে বল না
আমি নই তার হাতের খেলনা।
সে যে যখন তখন
মোরে করে জ্বালাতন
সে যে যখন তখন
মোরে করে জ্বালাতন।
ভালবাসা কারে বলে তারে শিখাবো
এবার আসুক তারে
আমি মজা দেখাবো।।
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
না ভাল লাগে না.
uploded by AH-MILON
চিঠি নিয়ে ওরে
মেঘ চল না
তার কানে কানে
গিয়ে বল না,, বল না
চিঠি নিয়ে ওরে
মেঘ চল না
তার কানে কানে
গিয়ে বল না
এই মধু অভিসার
মিছে হবে কী আমার
এই মধু অভিসার
মিছে হবে কী আমার।
আমি কী গো
পথ চেয়ে দিন কাটাবো
আমি মালা গেথে বলো কারে পড়াবো।।
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
না ভাল লাগে না.
uploded by AH-MILON
যা রে পাখি
তারে গিয়ে বল না
আমি কী এমন কারো খেলনা
বল না
যা রে পাখি
তারে গিয়ে বল না
আমি কী এমন কারো খেলনা
এই উতলা ফাগুন
মনে জেলেছে আগুন
এই উতলা ফাগুন
মনে জেলেছে আগুন
আমি কেমন করে
বলো তারে নেভাব
এবার আসুক তারে
আমি মজা দেখাব
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
না ভাল লাগে না,
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
এবার আসুক তারে
আমি মজা দেখাব
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
এবার আসুক তারে
আমি মজা দেখাব,
সে যে কেন এলো না
কিছু ভাল লাগে না
না ভাল লাগে না.
END