তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে
তাইতো দুহাত আমি বাড়ালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাইতো এসে আমি দাড়ালাম
তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে
তাইতো দুহাত আমি বাড়ালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাইতো এসে আমি দাড়ালাম
ও..ও..ও ও ও ও
ও..ও..ও ও ও ও
বুজে গিয়েছি জেনে গিয়েছি
মিলে গেছি তোমারি সাথে
জানি এতদিন স্বপ্নে বিলীন
চিলে যে তুমি রূপকথাতে
হো আড়ালে চিলাম একা অনুভবে হলো দেখা
তোমারি মাঝে আমি হারালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাইতো এসে আমি দাড়ালাম
চিনে নিয়েছি মেনে নিয়েছি
থেমে গেছি তোমারি পথে
শত আবদার করি বারবার
চাই শুধু তোমারি হতে
হো আড়ালে চিলাম একা অনুভবে হলো দেখা
তোমারি মাঝে আমি হারালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাইতো এসে আমি দাড়ালাম
তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে
তাইতো দুহাত আমি বাড়ালাম
সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে
তাইতো এসে আমি দাড়ালাম
ও..ও..ও ও ও ও
ও..ও..ও ও ও ও