শিরোনামঃ উদাস দুপুর বেলা সখি
শিল্পী - মেহেদী হাসান ও আশা
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
==চয়েজ বাই_রত্না_VAF==
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ উদাস দুপুর বেলা সখি
আসবে কি একেলা নদীর, ঘাটে রে..
দেখতে তোমায় মন চাইছে..
ওকি দেখতে তোমায় মন চাইছে..
মেয়েঃ আসবো সখা তোমার কাছে
একটু খানি থাকো নদীর, ঘাটে রে...
দেখতে তোমায় মন চাইছে..
ওকি দেখতে তোমায় মন চাইছে..
====মিউজিক====
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
==চয়েজ বাই_রত্না_VAF==
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে,
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে।
মেয়েঃ যাবো সখা নদীর ঘাটে
জল ভরিবার ছলে
মনের কথা বলবো দুজন
বসে কদম তলে
মনের কথা বলবো দুজন
বসে কদম তলে।
ছেলেঃ তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে
মেয়েঃ আর শক্ত করে ধরিও হাত
যাবো না তো ছেড়ে,
দেখতে তোমায় মন চাইছে..
ছেলেঃ ওকি দেখতে তোমায় মন চাইছে..
উদাস দুপুর বেলা সখি
আসবে কি একেলা নদীর, ঘাটে রে..
দেখতে তোমায় মন চাইছে..
মেয়েঃ ওকি দেখতে তোমায় মন চাইছে..
====মিউজিক====
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
==চয়েজ বাই_রত্না_VAF==
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ আর না জানি মুই লিখতে চিঠি
না জানি মুই পড়তে
বাশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে
বাশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে
মেয়েঃ চাই না সখা প্রেমের চিঠি
চাই যে তোমার মন
শুনবো তোমার বাশির সুর মনেরি মতন রে..
শুনবো তোমার বাশির সুর মনেরি মতন
তোমার মনের প্রেম সাগরে
ভাসবো প্রেমের পাল তুলে
তোমার মনের প্রেম সাগরে
ভাসবো প্রেমের পাল তুলে
ভিজবো প্রেমের জলে
ছেলে+মেয়েঃ দেখতে তোমায় মন চাইছে..
ওকি দেখতে তোমায় মন চাইছে..
ওকি দেখতে তোমায় মন চাইছে..
==Aktar_VAF_Family==