আমাকে একটু কথা পাঠাবেন?
আমার না,
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না।
সেটা আমি জানি।
টের পাই।
ভালো যে বাসেন না,
সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার,
এইটুকু বলে পাঠান।
তবুও একটু কথা পাঠান,
প্লিজ!
আমার না আপনাকে
খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব!
'বিষম ভীষণ' এর মতো!
তবুও একটু কথা পাঠান,
প্লিজ!
প্লিজ!
আপলোড বাই *আল-আমিন