গানের কথাঃ আমি একা বড় একা,আমার আপন কেউ নেই...
গানঃ ভারতীয় বাংলা,
শিল্পীঃ অমিত কুমার,
-----------------
বাংলা সঙ্গীত একাডেমী...
-----------------
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,
আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,
আমার আপন কেউ নেই,
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,
Music
ও বিধাতা কি যে চাও ? কেন এ ব্যথা দিয়ে যাও ?
Short Music
ও বিধাতা কি যে চাও ? কেন এ ব্যথা দিয়ে যাও ?
জানিনা কী অপরাধে,দিলে তুমি অকরুণ সাজা এই ?
আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,
আমার আপন কেউ নেই,
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,
Music
জীবনের যত ছিল গান,অকালে তা হলো অবসান,
Short Music
জীবনের যত ছিল গান,অকালে তা হলো অবসান,
রেশটুকু তাও তো গেলো,ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে,
আশা নেই,আলো নেই,শুধু যে আঘাত সবেতেই,
আমার আপন কেউ নেই,
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই,
আমি একা,বড় একা,আমার আপন কেউ নেই...
-----------------
আল বিদা...