menu-iconlogo
huatong
huatong
avatar

Mago Tor Kanna Ami

Ananyahuatong
লিরিক্স
রেকর্ডিং
মাগো তোর কান্না...আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা.....

আ..র......কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা...আর কানদিস না

মায়ের চোখে কান্না এলে

ছেলের খুশি যায় গো চলে

সব ব্যাথা মা সহে যে তোর কান্না সহে না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

খুজতে গিয়ে ছেলের খুশি

হারিয়ে গেছে মায়ের খুশি

মায়ের চোখের পানির দামে খুশি নিব না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পাড়িনা

দোহায় মা আমার লাইগা আর কান্দিস না

ও আল্লাহ…................

আল্লাহ তুমি আছ কোথায়

দুঃখী জনের তুমি সহায়

আল্লাহ তুমি আছ কোথায়

দুঃখী জনের তুমি সহায়

আমার ডাকে দাও গো সাড়া নীরব থেকো না

আমার মায়ের কান্না আমি সইতে পারিনা

দোহায় ও আল্লাহ তুমি নিরব থেকো না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

Choice By SUMI

তোমার দয়ার এত সুনাম

তবু আমি এতিম হলাম

তোমার দয়ার এত সুনাম

তবু আমি এতিম হলাম

আমার মত এতিম আল্লাহ কাউকে করো না

আমার মায়ের কান্না আমি সইতে পারি না

দোহায় ও আল্লাহ তুমি নীরব থেকো না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা...আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পারিনা

দোহায় মা আ..মা..র লাইগা....

খুজতে গিয়ে ছেলের খুশি

হারিয়ে গেছে মায়ের খুশি

মায়ের চোখের পানির দামে খুশি নিব না

মাগো তোর কান্না আমি সইতে পারি না

দোহায় মা আমার লাইগা আর কানদিস না

মাগো তোর কান্না আমি সইতে পাড়িনা

দোহায় মা আমার লাইগা আর কান্দিস না

মাগো তোর কান্না আমি সইতে পারিনা

দোহায় মা আ..মা..র লাইগা....

Ananya থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে