menu-iconlogo
huatong
huatong
andrewkanak--cover-image

একাকি মন আজ নিরবে

Andrew/kanakhuatong
queteimporta_starhuatong
লিরিক্স
রেকর্ডিং
একাকী মন আজ নীরবে,

বিবাগী তোমার অনুভবে,

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা,

আকাশে মেঘ মানে বোঝো কিনা

একাকী মন আজ নীরবে,

বিবাগী তোমার অনুভবে,

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা,

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

দিনের আলোর শেষে

যখন রাত নামে

তোমাকেই খুঁজে পাই

আঁধারের শিরোনামে

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

নিথর চোখের কোনে

অথৈ শুন্যতা

ভাবনার বন্দরে

চাঁদ জাগে অপূর্ণতায়

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

Andrew/kanak থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে