চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ততবার আমি,ততবার..
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি।
আমার সকল ভাবনা তে,
থেকো শুধু তুমি দিনে রাতে,
আমার যত ভালবাসা,
তোমায় দেব,এইতো আশা,
আমার সকল ভাবনা তে,
থেকো শুধু তুমি দিনে রাতে,
আমার যত ভালবাসা,
তোমায় দেব,এইতো আশা
তোমার হাতটি ধরে,পথের সঙ্গী করে
যতবার এক সাথে চলেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
হ্যাঁ ততবার আমি,ততবার
তোমার প্রেমে পড়েছি।
স্বপ্ন আমার কিছু কিছু,
ছাঁয়া হয়ে ডাকে পিছু পিছু,
সেই ছাঁয়া তে আমায় পাবে,
যেথায় যখন তুমি যাবে,
স্বপ্ন আমার কিছু কিছু,
ছাঁয়া হয়ে ডাকে পিছু পিছু,
সেই ছাঁয়া তে আমায় পাবে,
যেথায় যখন তুমি যাবে,
ফুলের গন্ধ ছুঁয়ে,সুরের ছন্দ নিয়ে,
যতবার তোমাকে এঁকেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
চোখের দরজা খুলে,মনের পর্দা তুলে,
যতবার তোমাকে দেখেছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি,
ততবার আমি,ততবার,
তোমার প্রেমে পড়েছি।