আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেনো কেউ জানে না,আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে...
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেনো কেউ জানে না,আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে...
আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি
একি দেহ নিয়ে, রবো তুমি আমি..
আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি
একি দেহ নিয়ে, রবো তুমি আমি..
তুমি দূরে গেলে, ও বন্ধু আমার
ফুলের মতোই যাবো যে ঝরে...
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেনো কেউ জানে না,আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে...
তোমায় দেখার দু’চোখ, যেনো তোমারি দান
বেঁচে আছি বুঝি..নিয়ে তোমার এ প্রাণ
তোমায় দেখার দু’চোখ, যেনো তোমারি দান
বেঁচে আছি বুঝি,নিয়ে তোমারি প্রাণ
চিরোদিনের তরে, ও বন্ধু আমার
বেঁধে রেখো তোমার প্রেমও ডোরে...
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেনো কেউ জানে না,আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে...
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেনো কেউ জানে না,আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে...