লিরিক্সঃ কি কথা লুকাবে…
শিল্পীঃ এন্ডু কিশোর ও কনকচাঁপা
সিনেমাঃ দলপতি
প্রথম পাঠ মেয়ে?
দ্বিতীয় পাঠ ছেলে?
?মেয়েঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে..
কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে..
ওই চোখ যে মনের কথা বলে
ওই চোখ যে মনের কথা বলে
?ছেলেঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
ওই চোখ যে মনের কথা বলে
ওই চোখ যে মনের কথা বলে
?মেয়েঃ তুমিও বলনি কিছু
আমিও বলিনি কিছু
তবু মনে হয়..
কত কথা বলেছি
কত পথ চলেছি দুজন..
?ছেলেঃ তুমিও বলনি কিছু
আমিও বলিনি কিছু
তবু মনে হয়..
কত কথা বলেছি
কত পথ চলেছি দুজন..
?মেয়েঃ দুটি চোখে চিরদিনই প্রথম প্রেমের
আলো প্রদীপ জলে.
ওই চোখ যে মনের কথা বলে
?ছেলেঃ ওই চোখ যে মনের কথা বলে
?মেয়েঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
?ছেলেঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
?মেয়েঃ ওই চোখ যে মনের কথা বলে
?ছেলেঃ ওই চোখ যে মনের কথা বলে
?মেয়েঃ তুমিও আসোনি কাছে..
আমিও আসিনি কাছে
তবু মনে হয়...
কত কাছে এসেছি
কত ভালোবেসেছি দুজন..
?ছেলেঃ তুমি ও অসনি কাছে
আমিও আসিনি কাছে
তবু মনে হয়...
কত কাছে এসেছি
কত ভালোবেসেছি দুজন..
?মেয়েঃ চোখেরি কারণে দুটি মনে মনে
দেয়া নেয়া চলে..
ওই চোখ যে মনের কথা বলে
?ছেলেঃ ওই চোখ যে মনের কথা বলে
?মেয়েঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
?ছেলেঃ কি কথা লুকাবে তুমি প্রেমের ছলে
তোমার বুকের তলে
?মেয়েঃ ওই চোখ যে মনের কথা বলে
?ছেলেঃ ওই চোখ যে মনের কথা বলে