...... ভেংগেছে পিঞ্জর.......
ভেংগেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
ভেংগেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
হঠাৎ এসে যদি বৈশাখী ঝড়
ভেঙ্গে দেয় গানের আসর
কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হঠাৎ এসে যদি বৈশাখী ঝড়
ভেঙ্গে যায় গানের আসর
কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হে.... আ....হা...... হা.....
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙ্গায় জীবন
নতুন কথায় আজ প্রানেরই সুর
হয়েছে গানের নুপুর
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙ্গায় জীবন
নতুন কথায় আজ প্রানেরই সুর
হয়েছে গানের নুপুর
হে....আ...হা....হা......
যে টুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেবনা
যে টুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেবনা
ভেংগেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
ও..........
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
ও...........
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
ধন্যবাদ