menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বাবার মুখে প্রথম

Andrew Kishorehuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আমার মায়ের আদেশ বাবার মতো

গাইতে হবে গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আরো গান পেতে আমাকে ফলো করুন

আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি

সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি..

জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি

সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি

এই গানই আমার জীবন মরন

গানই যেন প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আরো গান পেতে আামকে ফলো করুন

আপনাদের নিয়েই আমার ভালো লাগা

বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান

যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,

কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়

সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।

এই গানই আমার জীবন মরন

গানই যেন প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আমার মায়ের আদেশ বাবার মতো

গাইতে হবে গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

ধন্যবাদ

Andrew Kishore থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে