menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-chokher-jole-ami-vese-cholechi-cover-image

Chokher jole ami vese cholechi

Andrew Kishorehuatong
লিরিক্স
রেকর্ডিং
arrange shymoon

to get more song,search

& check my songbook

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজো মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজো মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

arrange shymoon

to get more song,search

& check my songbook

আঁধার হলে আলো জ্বলে

আলো আঁধার কে দূরে বলে

কত মানুষ এই দুনিয়াতে

তবু আমার..

তবু আমার নেই কেহ সাথে

হায়রে বিধির কৃপা আজও জোটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি।।

arrange shymoon

to get more song,search

& check my songbook

আকাশ যত দূরে থাকে

তবু মাটি কাছে ডাকে

মেশে তারা দূর সীমানাতে

পাইনি আমি...

পাইনি আমি খুঁজি যারে

হায়রে তবু আমি আশা ছাড়িনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজো মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

হায়রে মনের আশা আজো মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি।।

Andrew Kishore থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে