menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Chai Shudhu Tomake Chai

Andrew Kishore/Kanak Chapahuatong
লিরিক্স
রেকর্ডিং
তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

বাঁধনহারা মনটা আমার

শাসন বারণ মানে না

তোমারই প্রেমে পাগল পরাণ

আর কিছু তো জানে না

চোখের স্বপন তুমি

বুকের কাঁপন তুমি

কতো আপন তুমি

জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

সারাটি জীবন, ছায়ার মতন

আমার পাশে থাকো না

বুকের ঘরে, যতন করে

আমাকে তুমি রাখো না

আমার জীবন তুমি

আমার মরণ তুমি

কতো আপন তুমি

জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

তোমাকে চাই, শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

Andrew Kishore/Kanak Chapa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে