ও সাথীরে..যেওনা কখনো দুরে
ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
আরো গান পেতে আমাকে ফলো করুন
গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন
এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায়, রেখেছি আমি
সেই ছবি কভু, দিও নাকো মুছে
থাকি যেন আমি, তোমার'ই কাছে
তোমার'ই মনে আমার এই মন
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ও সাথীরে..যেওনা কখনো দূরে
ও সাথীরে..যেওনা কখনো দূরে
আরো গান পেতে আমাকে ফলো করুন
গান শেষে অবশ্যই লাইল দিতে ভুলবেন না
এই পথে যদি, ঝড় নেমে আসে
বাঁধা ভেঙ্গে আসবো, তোমার'ই পাশে
জীবনে আছি, মরণে ও রবো
চিরদিনই ভালো, বেসে যাবো
তোমার'ই প্রেমে আমার এই প্রেম
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ও সাথীরে..যেওনা কখনো দূরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ও সাথীরে..যেওনা কখনো দূরে
তোমার'ই প্রানে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ধন্যবাদ