শিরোনামঃ ওগো বিদেশিনী
শিল্পীঃ এণ্ড্রু কিশোর
সুরঃ শেখ সাদী খান
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
লা লা লা লালা, লা লা লা লালা
লা লা লা লালা, লালা লালা
দুটি মনে একটি আশা
তারই নাম ভালবাসা
ও দুটি মনে একটি আশা
তারই নাম ভালবাসা
কেনো বুঝো না ওগো নীল নয়না
কেনো বুঝো না ওগো নীল নয়না
তুমি আমার মনও হারিণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
লা লা লা লালা লা লা লা লালা
লা লা লা লালা লালা লালা
পিছু দিনের একটু স্মৃতি
অনুরাগ অনুভুতি
ও পিছু দিনের একটু স্মৃতি
অনুরাগ অনুভুতি
ভুলে যেও না ওগো মৌ ললনা
ভুলে যেও না ওগো মৌ ললনা
অভিসারের এই কাহিনী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
ওগো বিদেশিনী
তোমার চেড়ী ফূল দাও আমার শিউলি নাও
দুজনে প্রেমে হই ঋণী
লা লা লা লালা, লা লা লা লালা
লা লা লা লালা, লালা লালা
হো হো হো হো, হো হো হো হো
হো হো হো হো, হো হো হো
হে হে হে হে, আ আ আ আ
হে হে হে হে, আ আ আ