menu-iconlogo
huatong
huatong
avatar

Ke Bashi Bajay Re

Anilahuatong
লিরিক্স
রেকর্ডিং
কে বাঁশি বাজায় রে, মন কেনো নাচায় রে

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

কে বাঁশি বাজায় রে, মন কেনো নাচায় রে

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

ঐ বাশিটা বিষের বাশি, তবু কেন ভালবাসি

লগ্নন ভোরে আড়াল থেকে, দেখেছি পোড়হাসি

ঐ বাশিটা বিষের বাশি, তবু কেন ভালবাসি

লগ্নন ভোরে আড়াল থেকে, দেখেছি পোড়হাসি

সেযে হৃদয় কখন, করলো হরণ, কিছুই জানিনা

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

কে বাঁশি বাজায় রে, মন কেনো নাচায় রে

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

নাম ধরে সে ডাকেনা যে, তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা, বসেনা কোন কাজে

নাম ধরে সে ডাকেনা যে, তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা, বসেনা কোন কাজে

সেযে চুপিসারে আমায় কেন দেখেও দেখেনা

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

কে বাঁশি বাজায় রে, মন কেনো নাচায় রে

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

কে বাঁশি বাজায় রে, মন কেনো নাচায় রে

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

আমার প্রাণ যে মানেনা, কিছুই ভাল লাগেনা

Anila থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Anila-এর Ke Bashi Bajay Re - লিরিক্স এবং কভার