menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
Prem Chole Jay Lyrics in Bengali:

ঐ দেখো ঐ পালকি চড়ে

স্বপ্ন চলে যায় ।

বেনারসী জড়িয়ে সে

দূরের কোনো গাঁয় ।

আমার প্রেম চলে যায়

চলে যায় ।

দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।

পাথর দিয়ে নয়তো গড়া

আমার এ অন্তর ।

আঘাত পেলেই এই মনেতে

ওঠে দারুন ঝড় ।

তবু কেনো ঐ কারিগর

আমারে কাঁদায়?!

আমার প্রেম চলে যায়

চলে যায় ।

দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।

হায়রে, মানুষ আমি, দুঃখ পেলে

কাঁনদে দুই নয়ন ।

মানুষ বলেই দুঃখ পাবো

আমি আজীবন ।

সুখের আশায় প্রিয় মানুষ

দূরে সরে যায় ।

আমার প্রেম চলে যায়

চলে যায় ।

দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।

Ankur mahamud থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Ankur mahamud-এর Prem Chole Jai - লিরিক্স এবং কভার