Churi Korecho Amar Monta
Song by Khurshid Aalam
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
ঝড়ো হাওয়া যেন যৌবনটা
হায় রে হায়, Miss লংকা
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
MUSIC
মনের খবর, হায়, ছিল না জানা
তোমার বাড়ি তাই ছিল না চেনা
লগ্ন এলো এতদিন পরে
আঁখি মেলে চেয়ে দেখো না
অন্তরে আজ বাজে ডঙ্কা
অন্তরে আজ বাজে ডঙ্কা
হায় রে হায়, Miss লংকা
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
MUSIC
লাজুক বদন কেন কাঁপছে?
কে জানে মন কী যে ভাবছে?
চোখে চোখে কিছু বলো না
মনের সাগরে ঢল নামছে
মৌসুম এলো যেন আচমকা
মৌসুম এলো যেন আচমকা
হায় রে হায়, Miss লংকা
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
ঝড়ো হাওয়া যেন যৌবনটা
হায় রে হায়, Miss লংকা
চুরি করেছো আমার মনটা
হায় রে হায়, Miss লংকা
THANK YOU