menu-iconlogo
logo

Baundule Ghuri(বাউন্ডুলে ঘুড়ি)Reprised_Anupom_দশম অবতার [JAHID TRACK ]

logo
avatar
Anupomlogo
🎵𝔍𝔞𝔥𝔦𝔡🎶𝔐𝔲𝔰𝔦𝔠🎙️logo
অ্যাপে গান গাও
লিরিক্স
শিরোনাম:বাউন্ডুলে ঘুড়ি

শিল্পী:অনুপম

মুভি:দশম অবতার

{{{আপলোডড বাই জাহিদ}}}

একলা মনের রিক্সা চলে

দমকা প্রেমের গল্প বলে,

শুকনো পাতার সন্ধ্যেবেলার গান।

কোন হরিণের দুষ্টু ছায়ায়

খেলনা দোকান ডাকছে রে আয়,

ভুল করেছি আর যাবো না

মিথ্যে মায়ায় চমকাবো না।

ভাল্লাগে অন্ধকার, হাত ডোবাই

এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই ..

আমি বাউন্ডুলে ঘুড়ি

যে আমাকে বাসবে ভালো,

তার আকাশেই উড়ি।তার আকাশেই উড়ি।

{{{আপলোডড বাই জাহিদ}}}

কত বছর ধরে আমার শূন্যস্থান

দুমড়ে গিয়ে বেঁচে থাকার ভান

জলের কাছে গিয়েও ফিরে আসি তাই

এই কুয়াশায় খুঁজছে কে আমায়

এই কুয়াশায় খুঁজছে কে আমায়

আমি একলা ক্লান্ত ঘুড়ি

যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উরি

তার আকাশেই উড়ি

{{{আপলোডড বাই জাহিদ}}}

সবার চোখে যখন লেগে ঘুমের রেশ

আমার জেগে থাকার এই অভ্যেস

আগুন পাখি ডানায় আমাকে ভাবায়

প্রশ্ন চিহ্নে আকাশটা সাজাই

প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়

আমি নিরুদ্দেশের ঘুরি

যে আমাকে খুঁজবে ভালো তার আকাশে উরি

তার আকাশে উরি

{{{আপলোডড বাই জাহিদ}}}

একলা মনের রিক্সা চলে

দমকা প্রেমের গল্প বলে,

শুকনো পাতার সন্ধ্যেবেলার গান।

কোন হরিণের দুষ্টু ছায়ায়

খেলনা দোকান ডাকছে রে আয়,

ভুল করেছি আর যাবো না

মিথ্যে মায়ায় চমকাবো না।

ভাল্লাগে অন্ধকার, হাত ডোবাই

এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই ..

আমি বাউন্ডুলে ঘুড়ি

যে আমাকে বাসবে ভালো,

তার আকাশেই উড়ি।তার আকাশেই উড়ি।

হুমমম হুমমম হুমম

{{{আপলোডড বাই জাহিদ}}}

===থাঙ্কস ফর লিস্টানিং===