menu-iconlogo
huatong
huatong
anwesshaa-jodi-tare-nai-chini-go-cover-image

Jodi Tare Nai Chini Go

Anwesshaahuatong
লিরিক্স
রেকর্ডিং
যদি তারে নাই চিনি গো সেকি

সেকি আমায় নেবে চিনে ?

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে !

যদি তারে নাই চিনি গো সেকি

সে কি আমার কুঁড়ির কানে কবে

সে কি আমার কুঁড়ির কানে

কবে কথা গানে গানে,

পরাণ তাহার নেবে কিনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে !

যদি তারে নাই চিনি গো সেকি

সে কি আপন রঙে ফুলে রাঙাবে ?

সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ?

আপন রঙে ফুলে রাঙাবে ?

সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ?

ঘোমটা আমার নতুন পাতার

ঘোমটা আমার নতুন পাতার

হঠাৎ দোলা পাবে কি তার ?

গোপন কথা নেবে জেনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে !

যদি তারে নাই চিনি গো সেকি

সেকি আমায় নেবে চিনে ?

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে !

যদি তারে নাই চিনি গো সেকি

রবীন্দ্রসঙ্গীত

Anwesshaa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে