menu-iconlogo
logo

chinechi chinechi

logo
লিরিক্স
চিনেছি চিনেছি তোমার এ মন

লুকিয়ে রেখোনা তারে এখন

তুমি আমারি,

আমি তোমারি

মনের মতন

চিনেছি চিনেছি তোমার এ মন

লুকিয়ে রেখোনা তারে এখন

তুমি আমারি,

আমি তোমারি

মনের মতন

এত কাছে তুমি ছিলে

বুঝিনি তো ভালোবেসেছিলে

এত কাছে তুমি ছিলে

বুঝিনি তো ভালোবেসেছিলে

আমিও তোমার প্রেমে তখন

জানি না হারিয়ে গেছি কখন

তুমি আমারি আমি তোমারি

মনের মতন

চিনেছি চিনেছি তোমার এ মন

লুকিয়ে রেখোনা তারে এখন

তুমি আমারি,

আমি তোমারি

মনের মতন

তোমার আলোয় তাই দুচোখ ভরে

রাখি ধরে আপনারে

যদি হারাই মন অন্ধকারে

কত খেলা সারা বেলা

কিছু রাখা তার কিছু ফেলা

কত খেলা সারা বেলা

কিছু রাখা তার কিছু ফেলা

তারই মাঝে তুমি এলে যখন

তোমার হাতে দিলাম জীবন মরণ

তুমি আমারি আমি তোমারি

মনের মতন

চিনেছি চিনেছি তোমার এ মন

লুকিয়ে রেখোনা তারে এখন

তুমি আমারি

আমি তোমারি

মনের মতন

........thanks............

Arati Mukherjee-এর chinechi chinechi - লিরিক্স এবং কভার