menu-iconlogo
huatong
huatong
arefin-rumey-moner-ekla-ghore-cover-image

মনের একলা ঘরে Moner Ekla Ghore

Arefin Rumeyhuatong
লিরিক্স
রেকর্ডিং
মন রাখো পাজরে

সীমাহীন আদরে

চোখ রাখো গভীরে

ভালবাসার নজরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

চোখেরেই ।। জোছনা দিয়ে

সরাও যতো আঁধার

ভাসিয়ে দূরের মেঘ

নিয়ে যাও ইচ্ছে তোমার

চোখেরেই ।। জোছনা দিয়ে

সরাও যতো আঁধার

ভাসিয়ে দূরের মেঘ

নিয়ে যাও ইচ্ছে তোমার

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

বুকেরেই ছাওনি দিয়ে

রাখবো মনের ভেতর

যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর

বুকেরেই ছাওনি দিয়ে

রাখবো মনের ভেতর

যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

Arefin Rumey থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে