menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আরও একবার এ মন তোমাকে চায়

কিছু আবদার তোমাকে করতে চায়

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

ইচ্ছেরা আমার মেলছে যে ডানা

তোমার এ আকাশের নীলাভে

তোমার আশকারায় এ মন ছন্নছাড়া

কত কী যে বলে যায় আনমনে

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

Arijit Chakraborty/Kajol Chatterjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে