menu-iconlogo
huatong
huatong
avatar

ও আল্লাহ আমার।O Allah Amar

Arkohuatong
Jahid💓Khan🖤JMC♛🇧🇩huatong
লিরিক্স
রেকর্ডিং
ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

ঘরে ফিরবেই একদিন নদী

প্রেম বুঝলে সে খুঁজবে দরদী

দাওনা তাকে ফিরিয়ে একটি বার

জানি আকাশ পায়না ছুঁতে মাটি

তবু মনতো মানেনা তাই হাঁটি

যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

মেঘলা........ দিনে আকাশ জুড়ে দাবি

মনরে..... সামনে তাকাস পুড়ে যাবি

না পুড়লে কিসের ভালোবাসা

ভাংগে মন তবু ভাংগেনাযে আশা

সে ছাড়া আর কেউ নেই যে আমার

জানি আকাশ পায়না ছুঁতে মাটি

তবু মনতো মানেনা তাই হাঁটি

যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার

ও আল্লাহ আমার....

কত করেছিযে আর্জি....

বুঝিনা তোমার...... কিযে মর্জি

দিন ভালোবাসা ওগো দাওনা ফিরিয়ে

বলো তাকে ছাড়া.. বাঁচবো কি নিয়ে

Arko থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে