তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব
কোন দোষেতে ছাইরা গেলি দিবি কি তার জবাব
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব
কোন দোষেতে ছাইরা গেলি দিবি কি তার জবাব
বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে
তোর কারনে চোখ দুটি হায় মোমের মতোন গলে
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
হা আআআআআআআআআআ
রারা রা রারা রা রারারারারা
হা আআআআআআআআআআ
রারা রা রারা রা রারারারারা
ভালোবাসার মন্দা এখন আমার অন্তরে
তোর মনেতে ভালোবাসা উথলাইয়া পরে
ঘরের ভেতর ঘর বানাইলি আমায় করে পর
তোর অভাবে উঠল জাইগা মন নদীতে চর
বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে
তোর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
কোন দিনও মনের ঘরে দেব নাকো তালা
তোর জন্য চিরদিনি মনের দুয়ার খোলা
চাতক পাখির মতো মনটা ভাবে নয় ছয়
একসাথে ঘুমাবো বলে আজও জেগে রই
বুকের ভেতর অনল আমার ভাটার মতোন জলে রে
তোর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ
হা আআআআআআআআআআ
রারা রা রারা রা রারারারারা
হা আআআআআআআআআআ
রারা রা রারা রা রারারারারা