menu-iconlogo
huatong
huatong
avatar

মলয় বাতাসে

Arpanhuatong
DrArpanChowdhuryhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

ঘুমাবো কেতকী সুবাস শয়নে

চাঁদের কিরনে করিবো স্নান।

কবিতা করিবে আমাকে বীজন

প্রেম করিবে স্বপ্নসৃজন,

স্বর্গের পরী হবে সহচরী,

দেবতা করিবে হৃদয়দান।

সন্ধ্যার মেঘে করিবো দুকূল,

ইন্দ্রধনুরে চন্দ্রহার

তারায় করিবো কর্ণের দুল

জড়াবো গায়েতে অন্ধকার।

বাষ্পের সনে আকাশে উঠিব

বৃষ্টির সনে ধরায় লুটিব

সিন্ধুর সনে সাগরে ছুটিব

ঝঞ্ঝার সনে গাহিব গান।

Arpan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Arpan-এর মলয় বাতাসে - লিরিক্স এবং কভার