menu-iconlogo
huatong
huatong
avatar

Phone Alap 3 - AR.Rumi

AR.Rumihuatong
লিরিক্স
রেকর্ডিং
📞🙎‍♀️ফোন আলাপ🙎‍♂️📞

স্টোরিঃ AR.Rumi

𝑼𝒑𝒍𝒐𝒂𝒅𝒆𝒅 𝑩𝒚 ❤༺𒆜𝘼𝙍.𝙍𝙪𝙢𝙞+𝙄𝙢𝙪𒆜༻❤

🅸🅳---13372553409

🙎‍♀️মেয়েঃ হ্যালো!

🙎‍♂️ছেলেঃ হ্যালো!

🙎‍♀️মেয়েঃ কেমন আছো ?

🙎‍♂️ছেলেঃ ভালো আছি। তুমি কেমন আছো?

🙎‍♀️মেয়েঃ হুম ভালো আছি।

🙎‍♂️ছেলেঃ তা কি মনে করে এতোদিন পর

আমাকে মনে পড়লো?

🙎‍♀️মেয়েঃ আসলে হঠাৎ করে তোমাকে খুব

মিস করছিলাম ত তাই কল করলাম।

🙎‍♂️ছেলেঃ বাহ! আমাকে এখন মনেও পড়ে নাকি তোমার ?

🙎‍♀️মেয়েঃ কি করছো ?

🙎‍♂️ছেলেঃ আকাশ দেখছিলাম, আকাশের বুকে

নীল কিভাবে জড়িয়ে আছে ভাবছিলাম।

🙎‍♀️মেয়েঃ আচ্ছা তোমার কি নদীর তীরে বসে

আমাদের সেই সময় গুলো মনে পড়ে।

🙎‍♂️ছেলেঃ সে গুলো মনে করে আর কিছু সৃতি মনে

করেই আমি আজও কিছুটা হলেও স্থির রয়েছি।

🙎‍♀️মেয়েঃ আমার খুব ইচ্ছে করে সেখানে একটি

বারের জন্য হলেও যেতে। কিন্তু উপায় নেই 😔😔

তুমি কি যাও সেখানে এখনো? সব কি আগের মতো

ঠিক আছে নাকি বদলে গেছে।

🙎‍♂️ছেলেঃ না ঠিকই আছে। সবই আছে নেই শুধু তুমি

গাছের বুকে খোদাই করে লেখা নামটিও আজও রয়ে গেছে ।

🙎‍♀️মেয়েঃ নিজের ভালো দেখতে গিয়ে আমি তোমার

ভালোবাসা দেখেও দেখলাম না,এর জন্য জানি

সারাজীবন আমাকে মাসুল দিয়ে যেতে হবে।

তোমার নিষ্পাপ মনে যে কষ্ট আমি দিয়েছে তা আজ আমি পেয়ে যাচ্ছি।

🙎‍♂️ছেলেঃএটা আমার ভাগ্যে লেখা ছিলো তাই

হয়েছে। দোয়াকরি তুমি যেনো সবসময় ভালো থাকো।

আমি আমার ভালোবাসা পাইনি বলে

ভেবনা তোমায় দায়ি করছি। আসলে তুমি আমার

মনে ছিলে ঠিকই হয়তো ভাগ্যে ছিলেনা তাই পাইনি।

আমার ভাগ্য কে মেনে নিয়ে আমি আমার মতো করে পড়ে আছি।

সব ভালোবাসা পূর্ণতা পায়না, কিছু ভালোবাসা

অপূর্ণ রয়েছে যায়৷ সব আশা সব স্বপ্ন পূরণ হয় না।

দুচোখে কষ্টের ছাপ দেখে কেউ কাছে আসেনা দূর

থেকেই চলে যায়। কেউ কারো কষ্টের ভাগ নিতে চায়না।

🙎‍♀️মেয়েঃ আমিও চাই তুমি সব অতিত ভুলে গিয়ে

নতুন করে জীবন শুরু করো।

🙎‍♂️ছেলেঃ জানোতো কেউ অতীত এর মাঝে

আনন্দের মূহুর্ত মনে করে সুখি কেউ আবার কষ্ট

মনে করে সুখি।

যদিও আমি কষ্ট টাই বেশি মনে করি, তবুও আমি সুখি।

আমাকে নিয়ে ভেবনা, আমি বেশ ভালো আছি।

আমার দূরভাগ্যের গল্পটা, আর বাড়াতে চাইনা। তাই

একাকীত্ব জীবন নিয়ে পরে আছি, ভালো আছি।

🙎‍♀️মেয়েঃ তবুও প্লিজ ভুলে যাওয়ার চেষ্টা করো অতীত

🙎‍♂️ছেলেঃ কিছু কিছু কষ্ট কখনো ভুলে যাওয়া

যায়না। আর তুমি আমাকে বলছো ভুলে যেতে।

আচ্ছা তুমি কি পারবে, ভুলে যেতে তোমার দেহে জীবনের কথা।

জানি পারবেনা কেউ পারবেনা। ঠিক আমি তেমনি

পারব না অতীত ভুলে যেতে। সেই অতীত গুলোই

আমার ভালো থাকা।

🙎‍♀️মেয়েঃ ঠিক আছে আর কি বলবো। আচ্ছা এখন

রাখছি পরে কল করবো ভালো থেক।

🙎‍♂️ছেলেঃ ওকে তুমিও ভালো থেকো।

𝑼𝒑𝒍𝒐𝒂𝒅𝒆𝒅 𝑩𝒚 ❤༺𒆜𝘼𝙍.𝙍𝙪𝙢𝙞+𝙄𝙢𝙪𒆜༻❤

🅸🅳---13372553409

AR.Rumi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে