গানঃ তুমি যে আমার সাধনা
শিল্পীঃ এন্ড্রুকিশোর এবং মিমি
ছবিঃ জিদ্দি মামা
ID---13372553409
মেয়েঃ তুমি যে আমার সাধনা,
প্রেমেরি বাঁধনে বাঁধনা।
থাকোনা তুমি আমারি পাশে,
ও থাকোনা তুমি আমারি পাশে।
ছেলেঃ তুমি যে সুখের ভাবনা,
তোমাকে ছেড়ে যাবনা।
কখনো যদি মরণ ও আসে,
ও কখনো যদি মরণ ও আসে।
মেয়েঃ এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে।
ছেলেঃ এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে।
মেয়েঃ তুমি আছো প্রতি নিশ্বাসে।
ছেলেঃ ও তুমি আছো প্রতি নিশ্বাসে..।
মেয়েঃ তুমি যে আমার সাধনা
প্রেমেরি বাঁধনে বাঁধনা,
থাকোনা তুমি আমারি পাশে।
ও থাকোনা তুমি আমারি পাশে।
ID---13372553409
ছেলেঃ চাইনা তুমি দূরে দূরে থাকো,
রাখো আমায় তোমার বুকে রাখো।
মেয়েঃ জন্মো আমার শুধু তোমার জন্য,
হয়ে তোমারি প্রেমে আমি ধন্য।
ছেলেঃ চাই ভালোবাসাতে,চাই নতুন আশাতে
মেয়েঃ চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে
ছেলেঃ সাজাও হ্নদয় তুমি বিশ্বাসে,
মেয়েঃ ও সাজাও হ্নদয় তুমি বিশ্বাসে।
ছেলেঃ তুমি যে সুখের ভাবনা,
তোমাকে ছেড়ে যাবনা।
কখনো যদি মরণ ও আসে,
ও কখনো যদি মরণ ও আসে।
ID---13372553409
মেয়েঃ হবে তুমি চিরদিনের সাথী,
রবে হৃদয় মাঝে দিবা রাতি।
ছেলেঃ যতো তোমায় দেখি লাগে ভালো
আধাঁর ঘরে তুমি চাঁদের আলো
মেয়েঃ এই তুমি এসেছো, চাঁদ হয়ে হেসেছো।
ছেলেঃ এই তুমি এসেছো,চাঁদ হয়ে হেসেছো
মেয়েঃ প্রতিদিনি মনের আকাশে।
ছেলেঃ ও প্রতিদিনি মনের আকাশে।
মেয়েঃ তুমি যে আমার সাধনা,
প্রেমেরি বাঁধনে বাঁধনা।
থাকোনা তুমি আমারি পাশে।
ও থাকোনা তুমি আমারি পাশে।
ছেলেঃ তুমি যে সুখের ভাবনা,
তোমাকে ছেড়ে যাবনা।
কখনো যদি মরণ ও আসে।
ও কখনো যদি মরণ ও আসে।
ID---13372553409