menu-iconlogo
huatong
huatong
artcell-ei-bristi-veja-raate-tumi-nei-bole-cover-image

Ei Bristi Veja Raate Tumi Nei Bole

Artcellhuatong
Rana_E_R_S🌲🌲huatong
লিরিক্স
রেকর্ডিং

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়.....

পাখির মৃদু কন্ঠে বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়.....

এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না

কাঁশফুল কেনো ফোটে না

ছুয়ে ছুয়ে যায় না

মেঘের ভেলায় ভাসেনা,

ভেসে তুমি কেনো আসো না

ঝরে যাওয়া সব অশ্রু বলে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়.....

হৃদয়ের যত অনুভুতি আছে

তারা তোমাকে চায়

তারা তোমাকে চায়.....

এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না

ফুলগুলো কেনো হাসে না

হৃদয়ে দোলা দেয় না

আবেশেতে জড়ায় না

তুমি কেনো কাছে আসো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না

চাঁদ কেনো আলো দেয় না

পাখি কেনো গান গায় না

তারা কেনো পথ দেখায় না

তুমি কেনো কাছে আসো না, আ...আ

Artcell থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে