ফেলে আসা মানুষ ফেলে আসা ছাতা দোকানে 
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া 
একটা পোর খাউয়া মন হিসেবের খাতায় শুন্য 
যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ 
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে 
কতো কি স্বপ্নে বিভোর 
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে 
কতো কি স্বপ্নে বিভোর 
আমি লাটিম ঘুরানোর বয়সে 
ঘুরিয়েছি আমায় 
আমি ঘুড়ী উড়ানোর বয়সে 
উড়িয়েছি আমায় 
আমি বদলে যাব বদলে যাব 
আমার কাছ থেকে 
আমি বদলে যাব বদলে যাব 
আজকের পর থেকে 
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে 
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে 
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে 
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে 
বলছে সবায় তোমাকে দিয়ে কিছু হবেনা 
পারবেনা তুমি কোনদিন আর দাড়াতে 
নিজের পায়ে… 
আমি বদলে যাব বদলে যাব 
আমার কাছ থেকে 
আমি বদলে যাব বদলে যাব 
আজকের পর থেকে 
আজ হবে আগামিকাল 
কাল হবে পরশু 
শুধু থাকে চাপে 
ভালোলাগা ভালোবাসা চিরকাল 
আমি বদলে যাব বদলে যাব 
আমার কাছ থেকে 
আমি বদলে যাব বদলে যাব 
আজকের পর থেকে 
আমি বদলে যাব বদলে যাব 
আমার কাছ থেকে 
আমি বদলে যাব বদলে যাব 
আজকের পর থেকে