menu-iconlogo
huatong
huatong
avatar

Shey Amare সে আমারে

Asheshuatong
লিরিক্স
রেকর্ডিং
সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ

কার হয়ে যায়

চলে গিয়ে ভুল করেছে

ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কোন সে ভারে নুইয়ে পরে

কুয়া তলে নৌকা দোলে

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কোন সে রাতে আঁচল নাচে

শীতের রাতে পিঠা উড়ে

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ

কার হয়ে যায়

চলে গিয়ে ভুল করেছে

ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

সে আমারে আমার হতে দেয় না

Ashes থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে