menu-iconlogo
huatong
huatong
ashes-tamak-pata-cover-image

Tamak Pata তামাক পাতা

Asheshuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি তামাক ধরো তামাক ছাড়

আগুন জ্বালিয়ে দাও।

তুমি তামাক ধরো তামাক ছাড়

আগুন জ্বালিয়ে দাও।

আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা,

আগুন জ্বালালে উড়ে যাবে পাখি।

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা

তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা

আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম

আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম

মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা!

তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা!

আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে

আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে

মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?

জটিল করলে জটিল হবে

সহজ করলে সহজ।

মাথার ভিতরে গাঁজা ঘুরে

গাঁজার ভিতরে মাথা

গাজার ভিতরে মাথা ঘুরে

তামাক বৃক্ষের পাতা।

নষ্ট করে মন

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে. Ultimate

Ashes থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে