menu-iconlogo
huatong
huatong
asif--cover-image

পোড়া কাগজের মতো

Asifhuatong
risingsun_70814huatong
লিরিক্স
রেকর্ডিং
কণ্ঠশিল্পী:আসিফ আকবর

পোড়া কাগজের মতো

আমার এই মনটা কে

পোড়া কাগজের মতো

আমার এই মনটা কে

পুড়ে পুড়ে করেছো ছাই

আর কতো জ্বালাবে

আর কতো পুড়াবে

পোড়ানোর শেষ কি নাই

আর কতো জ্বালাবে

আর কতো পোড়াবে

পোড়ানোর শেষ কি না

আর কতো পতিশোধ এভাবে নেবে

আর কতো দুঃখ আমাকে দেবে

ও.আর কতো পতিশোধ এভাবে নেবে

আর কতো দুঃখ আমাকে দেবে

একটাই অনুরুদ নিওনা পতিশোধ

একটাই অনুরুদ নিওনা পতিশোদ

একটু বাঁচতে চাই

আর কতো জ্বালাবে

আর কতো পুড়াবে

পোড়ানোর শেষ কি নাই

আর কতো জ্বালাবে

আর কতো পোড়াবে

পোড়ানোর শেষ কি নাই

কেনো হলে নিষ্টুর বলো একবার

কি এমন ক্ষতি করেছি তোমার

ও.কেনো হলে নিষ্টুর বলো একবার

কি এমন ক্ষতি করেছি তোমার

পারিনা কিছুতে এ আগুন নেবাতে

পারিনা কিছুতে এ আগুন নেবাতে

একা একা শুধু জ্বলে যাই

আর কতো জ্বালাবে

আর কতো পুড়াবে

পোড়ানোর শেষ কি নাই

আর কতো জ্বালাবে

আর কতো পোড়াবে

পোড়ানোর শেষ কি নাই

পোড়া কাগজের মতো

আমার এই মনটা কে

পোড়া কাগজের মতো

আমার এই মনটা কে

পুড়ে পুড়ে করেছো ছাই

আর কতো জ্বালাবে

আর কতো পুড়াবে

পোড়ানোর শেষ কি নাই

আর কতো জ্বালাবে

আর কতো পোড়াবে

পোড়ানোর শেষ কি নাই

Asif থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে