menu-iconlogo
huatong
huatong
asif-akbar-jiboner-boro-porajoy-cover-image

Jiboner Boro Porajoy

Asif Akbarhuatong
লিরিক্স
রেকর্ডিং
কণ্ঠশিল্পী:আসিফ আকবর

==== ====

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

কান্না-হাসির দুনিয়ায়,

আসলে সব'ই অভিনয়,,,

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

কণ্ঠশিল্পী:আসিফ আকবর

==== ====

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়,

ছলনা মেনে নেয়া যায় না;

জীবন চলার পথে বাধা যদি আসে

থাকেনা আর কেউ থাকে না পাশে

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়,

ছলনা মেনে নেয়া যায় না;

জীবন চলার পথে বাধা যদি আসে,

থাকে না আর কেউ থাকে না পাশে;

যায়-যায় দিন চলে যায়,,,,

কতো যে ব্যাথা বুকে জমা হয়ে রয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়,,,

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়,,,

কণ্ঠশিল্পী:আসিফ আকবর

==== ====

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা-স্মৃতি মনে পড়ে,

চিরদিন থাকবে না কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা-স্মৃতি মনে পড়ে,

চিরদিন থাকবে না কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

যতদিন থাকবে পৃথিবী

ততদিন বেচেঁ থাকা হবে জানি দায়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়,,,

কান্না-হাসির দুনিয়ায়

আসলে সব'ই অভিনয়,,,,

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

==== ====

ধন্যবাদ সবাইকে

Asif Akbar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে