কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি
বাপের টাকা খাওয়াইছি
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি
বাপের টাকা খাওয়াইছি
তোর ভাইয়ে দিতো দৌড়ানি
মায়ে কই তো হারামি
বাপে কইতা হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি
ওরে বেইমান ছেরি
কালা বলে ছাইরা গেলি
মনটা আমার ছিল অনেক ভালো রে
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
বেইমান ছেরি
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
আমি না হয় ছিলাম কালো
তুই ছিলি চান্দের আলো
আন্ধার রাইতে ভাবছো জমাইতি
কইতি কালা তুই ভালো
কইতি কালা তুই ভালো
আমি না হয় ছিলাম কালো
তুই ছিলি চান্দের আলো
আন্ধার রাইতে ভাবছো জমাইতি
কইতি কালা তুই ভালো
কইতি কালা তুই ভালো
কেমনে ভেঙ্গে গেল পিরিতি
এই কি পিরিতির রীতি
কালা বইলা দিয়া গেলি জালারে
আল্লায় আমায় কালা কইরা বানাইছে
বেইমান ছেরি
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
এক নজর দেখার লাগিয়া ছটফটায় তো পরানে
আমারে তুই ভালবাসো কইতি যে মোবাইল ফোনে
কইতি যে মোবাইল ফোনে
এক নজর দেখার লাগিয়া ছটফটায় তো পরানে
আমারে তুই ভালবাসো কইতি যে মোবাইল ফোনে
কইতি যে মোবাইল ফোনে
আমি কালা বলে তোর সনে
হইল না মিলন এই ভুবনে
একা থাকা ছিল অনেক ভালা রে
আল্লায় আমায় কালা কইরা বানাইছে
বেইমান ছেরি
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিলো বাকি
নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি
বাপের টাকা খাওয়াইছি
তোর ভাইয়ে দিতো দৌড়ানি
মায়ে কই তো হারামি
বাপে কইতা হারামজাদা কোন গ্রামে তোর বাড়ি
ওরে বেইমান ছেরি
কালা বলে ছাইরা গেলি
মনটা আমার ছিল অনেক ভালো রে
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
বেইমান ছেরি
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
বেইমান ছেরি
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে
আল্লাহ আমায় কালা কইরা বানাইছে