menu-iconlogo
huatong
huatong
avatar

Shob Mitthe Shotto Noy

AvoidRafahuatong
লিরিক্স
রেকর্ডিং
কিছু ল্যাম্পপোস্ট, কিছু যান্ত্রিক

কিছু জোনাক পোকার ঘর

ছুটে চলি আমরা সব

কিছু বোকা মেঘের দল

পুষে রেখেছি অনেক অনেক

বিষন্ন কাল-প্রহর

ভুলে গিয়েছি কখন যেন

এঁকেছি মিথ্যে দালান ঘর

আলো এসে বলে - ভাসবো সাথে

সব মিথ্যে সত্য নয়

আলো এসে বলে - জাগবো সাথে

সব মিথ্যে সত্য নয়

কিছু দাঁড়কাক - কিছু রাজপথ

কিছু ছেঁড়া মলিন ঘর

ছুটে চলি আমরা সব

কিছু বোকা পাহাড়ের দল

পুষে রেখেছি অনেক অনেক

বিষন্ন কাল-প্রহর

ভুলে গিয়েছি কখন যেন

এঁকেছি মিথ্যে দালান ঘর

আলো এসে বলে - ভাসবো সাথে

সব মিথ্যে সত্য নয়

আলো এসে বলে - জাগবো সাথে

সব মিথ্যে সত্য নয়

আলো এসে বলে - ভাসবো সাথে

সব মিথ্যে সত্য নয়

আলো এসে বলে - জাগবো সাথে

সব মিথ্যে সত্য নয়

AvoidRafa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে