menu-iconlogo
huatong
huatong
avoidrafa-shohore-notun-gaan-cover-image

Shohore Notun Gaan

AvoidRafahuatong
লিরিক্স
রেকর্ডিং
তোমার আমার কত না বলা কথা

বলবো আজ, হৃদয় দিয়ে

তোমার আমার না বলা স্বপ্ন হোক

দেখবো আজ, হৃদয় দিয়ে

আমাদের খোলা চিঠি

এসেছে নতুন ভোরে

আগামীর কল্প গানে

হারাবো আনমনে

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরের গান

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরেরই গান

তোমার আমার কত না জাগা সকাল

হাটবো আজ, শিশির পায়ে

তোমার আমার কত না পাওয়া তাঁরা

খুঁজবো আজ আকাশ ভিড়ে

আমাদের খোলা চিঠি

এসেছে নতুন ভোরে

আগামীর কল্প গানে

হারাবো আনমনে

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরের গান

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরেরই গান

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরেরই গান

তোমার আমার গান, আজ শহরের নতুন গান

তোমার আমার ভালোবাসা, আজ এ শহরেরই গান

AvoidRafa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে