Ghuminto Sohore-Ayub Bacchu
============================
Uploaded to Nadim_Blues
=============================
ঘুমন্ত শহরে, রুপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দু'টি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রুপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রুপালী রাতে
ঘুমন্ত শহরে, রুপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে