menu-iconlogo
huatong
huatong
avatar

papri keno bujhe na পাপড়ী কেন বোঝেনা

Azam Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না

তুমি আমি কেন দূরে দূরে?

খুঁজে বেড়াই ঘুরে ঘুরে।

তুমি আমি কেন দূরে দূরে?

খুঁজে বেড়াই ঘুরে ঘুরে।

মন কি যে চায়,

কাটে শুধু বেদনায়।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

মায়া ভরা পৃথিবী ছেড়ে,

চলে যাবো চিরতরে।

মায়া ভরা পৃথিবী ছেড়ে,

চলে যাবো চিরতরে।

সবাই চলে যায়,

কতটুকুই বা পায়।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না…

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না…

সারা রাত জেগে জেগে,

কত কথাই আমি ভাবি।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

পাপড়ি কেন বোঝে না?

তাই ঘুম আসে না।

Thanks

Azam Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে