menu-iconlogo
huatong
huatong
--cover-image

ন্ধু আইবা একদিন আইবারে

বাউল গানhuatong
লিরিক্স
রেকর্ডিং
বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবানা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবা না

আমি তোমায় ভালোবাসি

এই জিবনের ছেয়েও বেশি

জীবন গেলে ভুলতে পারবো না

আমি তোমায় ভালোবাসি

এই জীবনের ছেয়েও বেশি

জীবন গেলে ভুলতে পারবো না

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবানা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবা না

আমার বুক পাঠে তো মুখ পাঠে না

মনে রাকি মনের ব্যদনা

মুখ দেখে কেও দুখঃ বুজেনা

আমার বুক পাঠে তো মুখ পাঠে না

মনে রাকি মনের ব্যদনা

মুখ দেখে কেও দুখঃ বুজেনা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবানা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবা না

যদি তোমার মনে ধরে

আরো ব্যথা দিয়ো মোরে

দুহাই লাগে ভুইলা যাইও না

যদি তোমার মনে ধরে

আরো ব্যথা দিয়ো মোরে

দোহাই লাগে ভুইলা যাইও না

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবানা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবা না

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবানা

বন্ধু আইবা একদিন আইবা রে

সেই দিন আইসা আমায় পাইবা না

বাউল গান থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে